UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঊষার আলো
মে ১৪, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রাতের দিকে ওই এলাকায় নদীর পাড়ে বালুতে ডুবে থাকা এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ভূমিষ্ট হওয়ার পরই তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যায়নি।

ঊষার আলো-এসএ