ঊষার আলো রিপোর্ট: সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি ও পরিমাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১৩। লিভারের নীতি কে আবিষ্কার করেন?
উত্তর : গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস।
১১৪। লব্ধ রাশি কাকে বলে?
উত্তর : যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলে।
১১৫। ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কীভাবে প্রকাশ করা হয়? উত্তর : ঋণাত্মক সূচকে
১১৬। বায়ুকলের কথা প্রথম কে লেখেন?
উত্তর : আল-মাসুদী।
১১৭। পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল কে তৈরি করেন?
উত্তর : লিউনার্দো দ্য ভিঞ্চি।
১১৮। 4 ন্যানো সেকেন্ডের সঠিক সংকেত কী?
উত্তর : 4 ns
১১৯। 10 গিগা জুলের সঠিক সংকেত কী?
উত্তর : 10 GJ
১২০। এককের সংকেত কোন অক্ষর দ্বারা লিখতে হয়?
উত্তর : রোমান
১২১। এককের SI পদ্ধতি কত সালে চালু হয়?
উত্তর : ১৯৬০ সালে
১২২। পদার্থের অবিভাজ্য এবং এর এককের নাম পরমাণু দেন কে? উত্তর : ডেমোক্রিটাস ।
১২৩। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
উত্তর : নিউটন।
১২৪। নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?
উত্তর : প্রোটন ও নিউট্রন।
১২৫। কোন শতকে ইলেকট্রন আবিষ্কৃত হয়? উত্তর : বিংশ।
১২৬। দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কী?
উত্তর : মিটার স্কেল
১২৭। আদর্শ ভরের সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা কত?
উত্তর : ব্যাস 3.9 cm উচ্চতা 3.9 cm
১২৮। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?
উত্তর : রজার বেকন।
১২৯। বায়ুপাম্প কে আবিষ্কার করেন?
উত্তর : ভনগুয়েরিক।
১৩০। কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ? উত্তর : ১৮৬৪ ।
১৩১। স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?
উত্তর : ভার্নিয়ার ক্যালিপার্স ।
১৩২। মাইক্রো বলতে 10-এর সূচক কত বোঝায়?
উত্তর : -6
১৩৩। প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন কে? উত্তর : আল-মাসুদী।
১৩৪। ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’- এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন?
উত্তর : আল্-হাজেন।
১৩৫। ‘পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত’- এটি কার মত?
উত্তর : রজার বেকন।
১৩৬। ‘তড়িৎ প্রবাহের চৌম্বক ধর্ম আছে’ কে প্রমাণ করেন?
উত্তর : ওয়েরস্টেড।
১৩৭। উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানী গ্রন্থে?
উত্তর : আল-মাসুদী।
১৩৮। কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ম্যাক্স প্লাঙ্ক।
১৩৯। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?
উত্তর : নিকোলাস কোপার্নিকাস।
১৪০। পরীক্ষণ নির্ভর বিজ্ঞানী কে?
উত্তর : গ্যালিলিও।
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বনায়ন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৩। পড জাতীয় উদ্ভিদ কোনটি?
ক) পাইন খ) মেহগনি
গ) কড়াই ঘ) চম্পা
৩৪। কোন বীজ রোদে শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে?
ক) আম খ) তেঁতুল
গ) সেগুন ঘ) পেয়ারা
৩৫। গোটা ফলই বীজ হিসাবে বপন করা হয় কোন উদ্ভিদের?
ক) কড়াই খ) নারিকেল
গ) কাঁঠাল ঘ) তুলা
৩৬। নার্সারির প্রতিটি রুকে কতটি বেড থাকতে পারে?
ক) ১০-১২টি খ) ১২-১৪টি
গ) ১৬-১৮টি ঘ) ১৮-২০টি
৩৭। নার্সারি বেড সাধারণত কয় রকমের হতে পারে?
ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২
৩৮। মাতৃগাছের বৈশিষ্ট্যগুলো হলো-
i. অধিক বয়সী ii. সুস্থসবল iii. রোগমুক্ত
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৯। বন ব্যবস্থাপনায় বৃক্ষের আবর্তনকালকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৪০। স্বল্প আবর্তনকালের গাছ সাধারণত কত বছর বয়সে কাটা হয়?
ক) ১০-২০ বছর খ) ২০-৩০ বছর
গ) ৩০-৪০ বছর ঘ) ৪০-৫০ বছর
৪১। কোনটি দীর্ঘ আবর্তন কালের উদ্ভিদ?
ক) শাল খ) শিশু গ) কদম ঘ) শিমুল
৪২। সাধারণত মাটির কত সে.মি. উপরে গাছ কাটলে সর্বোচ্চ পরিমাণ কাঠ পাওয়া যায়?
ক) ১৮ খ) ১৫ গ) ১০ ঘ) ৮
৪৩। ৪০-৫০ বছরে যে গাছ কাটা হয় তাকে কী ধরনের আবর্তনকালের গাছ বলে?
ক) স্বল্প খ) মাঝারি গ) মধ্যম ঘ) দীর্ঘ
৪৪। কাঠের খণ্ডিত গোল অংশকে কী বলা হয়?
ক) রুক খ) লগ গ) লক ঘ) চেরাই
৪৫। চেরাই কাঠের প্রস্থ কত সে.মি.র বেশি হলে তাকে তক্তা বলা হয়?
ক) ২০ খ) ১৮ গ) ১৫ ঘ) ১২
৪৬। আমাদের দেশে কাঠ সংরক্ষণী হিসাবে কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক) এমসিএ খ) সিসিএ
গ) আরসিএ ঘ) বিসিএ
৪৭। কিলন পদ্ধতিতে কাঠকে সিজনিং করে পানির পরিমাণ কত শতাংশে নামিয়ে আনা যায়?
ক) ১২ খ) ১৫ গ) ১৬ ঘ) ১৮
৪৮। ঝাউ গাছের উচ্চতা কত সেমি হয়ে থাকে?
ক) ১০-১২ খ) ১৪-১৬
গ) ১৫-১৮ ঘ) ২০-২৫
৪৯। দেবদারু গাছের বৈশিষ্ট্য হলো-
i. অতি উচুঁ হয় ii. কাণ্ড চিকন
iii. ৫০০-৬০০ বছর জীবিত থাকে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৫০। ঝাউ গাছের কত মাস বয়সী চারা রোপণ করা উত্তম?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৬
উত্তর : ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.খ ৪০.ক ৪১.ক ৪২.গ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.গ ৪৬.খ ৪৭.ক ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ।
ঊষার আলো-এসএ