UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

ঊষার আলো
জানুয়ারি ২৩, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নরসিংদী সদরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোট ৮ টি দোকান। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে এটি কাপড়পট্টি ও জুতাপট্টিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে নরসিংদী সদরের ২টি ও শিবপুর ফায়ার সার্ভিসসহ মোট ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।