UsharAlo logo
মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বন্যায় ছয় শতাধিক মৃত্যু!

pial
অক্টোবর ১৭, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সব থেকে ভয়াবহ বন্যায় ছয় শতাধিক মানুষ মারা গেছেন। ১৩ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন, আর দুই লাখেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, এ বছর বন্যা প্রবল দুর্যোগের রূপ নিয়েছে। আগে হতে সতর্ক করা হলেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেনি। নভেম্বরের শেষ পর্যন্ত এই বন্যা অব্যাহত থাকতে পারে।

এমন পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারি বৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার। কিন্তু দুর্বল পরিকল্পনা ও অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এবারের এ বন্যায় নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ‌্যসূত্র: বিবিসি

(ঊষার আলো-এফএসপি)