UsharAlo logo
শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ট্রাকচাপায় দুই মাদ্রাসাশিক্ষক নিহত

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ মাদ্রাসাশিক্ষক এর মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও একজন। ২৪ এপ্রিল শনিবার সকালে জেলার সিংড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-নাটোর শহরের বড়গাছা দারুল উরুম মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল। আর আহত আব্দুল হামিদ ওই মাদ্রাসার শিক্ষক। আহত হামিদকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার উপপরিদর্শক কিশোর কুমার রায় বলেন, শনিবার সকালে ৩ শিক্ষক মোটরসাইকেলে নাটোর শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে পুরনো ফেরিঘাটসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি বলেছেন, নিহত খলিলুর রহমান ও বেলাল নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা। আর আব্দুল হামিদ নাটোর শহরের বড়গাছা এলাকার বাসিন্দা। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)