UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ট্রাক-লরির সংঘর্ষে চালকের মৃত্যু

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কন্টেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে চালক মোস্তফা কামালের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লরির হেলপার আমির হামজা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ ১৫ মার্চ সোমবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে বনপাড়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম।
তিনি বলেন, সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় ঢাকা থেকে পাবনার রূপপুরগামী কন্টেইনারবাহী লরির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লরির চালক ও হেলপার আহত হয়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।

(ঊষার আলো-এম.এইচ)