ঊষার আলো রিপোর্ট : নাটোরে বাসচাপায় আব্দুর রাজ্জাক (৩০) নামে ১ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার ২২ মার্চ শহরের দিঘাপতিয়া মোড়ে বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন। তিনি বলেন, সোনালী ব্যাংক বড়াইগ্রাম উপজেলা শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য নাটোর শহরের দিঘাপতিয়া মোড়ে বাসের ওঠার চেষ্টার করে। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যাংক কর্মকর্তা নাটোর সদর উপজেলার শীবদূর গ্রামের নাদের আলীর ছেলে। তিনি মাত্র দেড় মাস আগে বিয়ে করেছে। এ ঘটনায় ওই পরিবারের চলছে শোকের মাতম। বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
(ঊষার আলো- এম.এইচ)