UsharAlo logo
মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাম না বলেই মমতাকে ‌‘পিসি’ বলে কটাক্ষ শ্রাবন্তীর

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃণমূলের সাথে যোগ থাকলেও এবার ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার মাত্র কিছু দিনের মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘পিসি’ বলে কটাক্ষ করলেন এই টলেউড নায়িকা।

শ্রাবন্তী তার টুইটে জানিয়েছেন, ‌যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনাটা কি বিলাসিতা নয়? আমফানের ঝড়ে উড়েছে চাল, তবে কেন্দ্র হতে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছয়নি ক্ষতিগ্রস্তদের হাতে। কজেই বাধ্য হচ্ছে মানুষ ট্যাবের টাকাতে বাড়ির ছাদ সারাতে। এটাই হল পিসির উন্নয়ন।

শুধু এখানেই শেষ নয়। একটির পর একটি টুইট বাণে মমতার নাম না করে সমালোচনা করেছেন শ্রাবন্তী। তিনি লিখেন, পিসির নিজের স্বার্থের জন্যই বাংলার মানুষ কেন্দ্রের বহু সুবিধাই পায় না। তার রাজনীতির জন্য সুবিধাগুলো হতে বঞ্চিত থেকে যাচ্ছে মানুষ। তবে বাংলা আর বঞ্চিত থাকবে না।

(ঊষার আলো-এফএসপি)