UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার চেষ্টা

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত মামলায় আদালত থেকে রায় পাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাশিদা বেগম(৬০) নামে এক বৃদ্ধাকে বেদম পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে উচ্ছশৃঙ্খল মা-মেয়ে ও পুত্রসহ প্রতিপক্ষের লোকজন। সম্প্রতি থানার আলীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত বৃদ্ধাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত বৃদ্ধার পুত্র মীর রাশেদ মুন্না স্থানীয় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজগর আলীর শরণাপন্ন হলেও ইন্সপেক্টর আজগর বিবাদীদের নেপথ্য ইন্ধনদাতা জাহাঙ্গীর আলম ওরফে খায়েরের নির্দেশে অভিযোগ নিতে গড়িমসি করেন। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী মুন্না বন্দর থানায় গিয়ে অভিযোগপত্র দাখিল করেন। বাদী মুন্না জানান,মূলতঃ আলীনগর এলাকার মৃত জিয়াউল মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানার পরিবারের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। আদালত পর পর দুইবার তাদের পক্ষে রায় দেয়। আইনী লড়াইয়ে ব্যার্থ হয়ে বিবাদীরা অনেকটা হিংস্র হয়ে ওঠে। রায়ের পর উভয়পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। বিষয়টি ফরাজীকান্দা এলাকার পঞ্চায়েতের কর্মকর্তা মঞ্জু মেম্বার শালিসী সভায় সমঝোতাও করে দেন কিন্তু বিবাদীরা শালিসের নির্দেশ উপেক্ষা করে ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিবাদীর রাজিয়া সুলতানা,তার মেয়ে অনামিকা ও ছেলে অনিক ক্ষিপ্ত হয়ে বাদীর মা বৃদ্ধা রাশিদা বেগমকে বাড়িতে একা পেয়ে বেদম প্রহার করে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর পরই বৃদ্ধার পুত্র মীর রাশেদ মুন্না বাড়িতে এসে তার মাকে প্রহারের কারণ জানতে চাইলে হামলাকারীরা তাকেও হত্যার হুমকি দেয়।

(ঊষার আলো-এমএনএস)