UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসির-তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তাম্মির মা সুমি আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের কোর্টে আবেদনটি করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। এ বিষয়ে  পরে আদেশ দেবেন আদালত।

এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য দিন ছিল আজ । মামলার তদন্ত কর্মকর্তা তিন জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে তালাক দেওয়া সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে তালাক দেননি তামিমা। এজন্য নাসির-তামিমার বিয়ে আইনতভাবে বৈধ নয়। পরে বাদীপক্ষ আদালতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

(ঊষার আলো-আরএম)