UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

না.গঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঊষার আলো
জুন ২৮, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নারায়ণগঞ্জের চাষাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে সরকারি তোলারাম কলেজের ছাত্র নূর হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাষাড়া ফরিদা ক্লিনিকের সামনে ট্রেনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন নূর হোসেন।নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ঊষার আলো-এসএ