ঊষার আলো ডেস্ক : আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সিরিজেই নিজেদের ঝালিয়ে নেবে তিনটি দল।
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সবকটি ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে এই সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।
প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে ও ১৪ অক্টোবর হবে ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এই সিরিজে খেলার কথা জানিয়েছে।
গ্রীষ্মকালীন এই সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
(ঊষার আলো-এফএসপি)