UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের দেশে আর মার্কিন সেনা চায় না ইরাক

usharalodesk
জুলাই ২৫, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরাকের মাটিতে আর কোনো মার্কিন সেনা চান না দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি। আজ রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেন।

তিনি বলেন, ইরাক এখনও মার্কিন প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা উপস্থিতি চায়। কিন্তু সেনা প্রত্যাহারের একটি সময় কাঠামো চায় তারা।

খাদিমি জানান, ‘ইরাকের মাটিতে কোনো ধরণের বিদেশি যোদ্ধাবাহিনীর প্রয়োজন নেই। আইএসের বিরুদ্ধে (ইসলামিক স্টেট) যুদ্ধ ও আমাদের সেনাদের প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচির প্রয়োজন। আর এটি আলোচনার ওপর নির্ভরশীল আমরা যা ওয়াশিংটনে করব।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসবেন ইরাকি প্রধানমন্ত্রী। খাদিমি এমন এক সময় হোয়াইট হাউজে যাচ্ছেন, যখন কিনা ইরাকের শিয়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিদেশে সেনা প্রত্যাহারের চাপ বাড়তে শুরু করেছে।

মার্কিন সেনাদের কাছ থেকে ইরাকের প্রত্যাশা সম্পর্কে খাদিমি জানান, ‘আমরা ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি আমাদের বাহিনীকে প্রশিক্ষণ, কার্যক্ষমতা, সামর্থ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগি হিসেবে চাই।’

(ঊষার আলো-এফএসপি)