UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তাকর্মীদের মাঝে জবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

ঊষার আলো
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিরাপত্তাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির। রোববার রাত ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নিরাপত্তাকর্মীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শীতে অনেক কষ্ট করে রাতে ক্যাম্পাসের নিরাপত্তা দিয়ে থাকেন। ভাই হিসেবে তাদের কষ্ট ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন।

এছাড়া জবি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম বলেন, মূলত আমরা এ আয়োজনটা প্রতি বছরই করি। প্রতিকূল পরিবেশের কারণে আগে প্রকাশ্যে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত দেশে এবার আমরা প্রথম প্রকাশ্যে দিচ্ছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই। সুখে-দুঃখে তাদের পাশে আমরা সবসময় থাকি।

ঊষার আলো-এসএ