UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিলামে বিক্রি হলো জেলনস্কির জ্যাকেট

ঊষার আলো
মে ১১, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর প্রথম দিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে দেখা যেত চকোলেট রঙের একটি পশমের জ্যাকেট পরে থাকতে। যেভাবে তিনি নানা প্রতিকূলতার বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছেন, তাতে অনেকের কাছেই ‘তারকায়’ পরিণত হয়েছেন জেলনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে তহবিল সংগ্রহে নামে ইউক্রেনের দূতাবাস।যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে তহবিল সংগ্রহ শুরু হয়েছে লন্ডনে।সেখানেই বিক্রি হয়েছে জেলনস্কির ব্যবহারের জ্যাকেট। এক লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে সেই সাদামাটা পশমের জ্যাকেট।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৫ লাখ ৫৯ হাজার ৮৯ টাকা।

ওই জ্যাকেটে স্বাক্ষর রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। তিনি যে ওই জ্যাকেটটি ব্যবহার করেছেন, সেই ছাপও স্পষ্ট রয়েছে।লন্ডনে অনুষ্ঠিত এই তহবিল সংগ্রহ কর্মসূচির নাম দেওয়া হয় ‘সাহসী ইউক্রেন’। অনুষ্ঠানে যুদ্ধ চলাকালীন ইউক্রেনবাসীদের নানা সাহসিকতার গল্প শোনাানো হয়।অনুষ্ঠানটিতে জেলনস্কির জ্যাকেটের পাশাপাশি বিক্রি হয় ইউক্রেনের ‘ফার্স্ট লেডি’র উপহার দেওয়া খেলনাও।

ঊষার আলো-এসএ