UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের এক কর্মীকে আগে মারধর করেছে। সোমবার রাতে চবিতে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শাওন হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রলীগের সিএফসি উপগ্রুপের সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে চবি ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী ব্যাংকের সামনে থেকে শাওনকে ধরে নেয় ছাত্রদলের কয়েকজন কর্মী। মারধর করে তাকে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নেওয়া হয়। পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা শাওনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা শাওনকে স্থানান্তরে বাধা দেয়।

মারধরের শিকার শাওন বলেন, ‘আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আমার মোবাইলও দীর্ঘসময় তাদের কাছে আছে। ফেসবুক পোস্টের যেসব স্ক্রিনশট তারা দেখিয়েছে সেগুলোও সঠিক নয়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মো. শামিম বলেন, ‘ফ্যাসিবাদী আমলে চবিতে ছাত্রদলের তেমন কোনো অবস্থান ছিল না। তবে ছাত্রদলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এ বিষয়টি শাওন জানতো। এরপরে সে আমাকে মারধর করে ও ক্যাম্পাসে আসাতেও বাধার সৃষ্টি করে। তাকে মারধর করা হয়নি। আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ছাত্রলীগ করতো তা স্বীকার করে।’

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘প্যানিক ডিস অর্ডারের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা থেকে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি। বাহ্যিক তেমন কোনো ক্ষত দেখা যায়নি, ব্লাড প্রেশারও স্বাভাবিক ছিল।’

ঊষার আলো-এসএ