UsharAlo logo
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ না করলে আ.লীগের নির্বাচনে বাধা নেই

usharalodesk
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগ বিধিবিধান অনুযায়ী একটা রেজিস্ট্রার্ড দল। তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় নির্বাচন করবে না তাহলে তো আমরা জোর করে তাদের করাতে পারব না। তাছাড়া দলটি যদি আদালত বা সরকার দ্বারা নিষিদ্ধ না হয় তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। দেশে পুরুষের চেয়ে নারী ভোটার কম তাই নারী ভোটার বাড়াতে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ প্রয়োজন বলে জানান সিইসি।

তিনি আরও বলেন, সরকার যদি নিষিদ্ধ না করে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা আছে কিনা-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না এলে বিধি-বিধান অনুযায়ী আমরা কিছু করতে পারব না। আর তারা ৭২ সালের পর থেকে রেজিস্ট্রার্ড দল। আমরা তো আর তাদের বাদ দিতে পারব না। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ করে তাহলে তাদেরতো রেজিস্ট্রেশন দেওয়া যায় না। সিইসি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে, কেউ কেউ আদালতে মামলা করেছে বিগত সরকারি দল যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য। এখন আদালত যেভাবে রায় দেন সেভাবেই ব্যবস্থা নেব। দল করার অধিকার সবার আছে। এটা শাসনতান্ত্রিক অধিকার।’

কোনো দল রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আলাদা বিধিবিধান আছে। শর্ত পূরণ হলে দেব, না হলে দেব না। আপনারা যে দলের কথা বলছেন সেটা বহু পুরোনো দল। আমাদের এখানে রেজিস্ট্রার্ড। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের রেজিস্ট্রেশন আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত। এ দুইটার একটা হতে হবে। সে ভিত্তিতেই আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এ রকমের কোনো মন্তব্য করতে চাই না।’

ঊষার আলো-এসএ