ঊষার আলো স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে খেলতে কলকাতা চলে গেছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার এই আইপিএল যাত্রা নিয়ে বহু কাণ্ড ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কয়দিন আগে সাকিব মুখ খুলে বোর্ড পরিচালকদের ধুয়ে দিয়েছে। দেশের ক্রিকেটাঙ্গন যখন অগ্নিগর্ভ, সেই সময়েই আজ শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে করে ভারতে চলে গেলেন সাকিব আল হাসান ।
(ঊষার আলো- এম.এইচ)