UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ

ক্রীড়া ডেস্ক
মে ৩, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ বস্তু এবং একটি জার্সি।

এই উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া, যিনি বর্তমানে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। যদিও রবিন মিয়া ও পলাশের পূর্ব পরিচয় ছিল, এই সফরে তারা সরাসরি সাক্ষাৎ করেন।

শুক্রবার পলাশ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, রবিন মিয়া তাকে উপহারটি তুলে দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব ব্যাখ্যা করছেন। রবিন জানান, এটি ব্রাজিল থেকে সরাসরি আনা হয়েছে এবং নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ মানুষের জন্য উপহার হিসেবে প্রস্তুত করা হয়েছে।

রবিন মিয়া বলেন, ‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করেন। কারণ সে হলো ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন সমর্থক।’

এরপর পলাশের হাতে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।’

নিজেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত পলাশ। উপহারটি পেয়ে পলাশ বলেন, রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।’

উল্লেখ্য, ব্রাজিলের নেইমার জুনিয়র ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা–ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এবং আন্তর্জাতিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশ নেয়। এই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করছেন রবিন মিয়া।

ঊষার আলো-এসএ