UsharAlo logo
রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের নিখোঁজ সেই বিমান ‘বিধ্বস্ত’

pial
মে ২৯, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ পাঁচ ঘণ্টা পর নেপালের নিখোঁজ বিমানের খোঁজ পাওয়া গেছে।
এ বিমানটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে।

নেপালের স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতের এএনআইয়ের খবরে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি কোয়াং গ্রামে খুঁজে পাওয়া গেছে। এটি লামচে নদীর কাছে বিধ্বস্ত হয়। ইতোমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে নেপালের সেনাবাহিনী।

এর আগে ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় নেপালের বিমানটি। দেশটির ‘তারা এয়ারলাইন্সের’ এ বিমানে ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেপালের অভ্যন্তরীণ রুটের এ ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু ভ্রমণের সময় মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির সাথে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র: এনডিটিভি

(ঊষার আলো-এফএসপি)