নেশন্স লিগে বাজতে যাচ্ছে শেষের বাঁশি। বাকি মোটে চারটি ম্যাচ—দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। তার আগে সোমবার এক রুদ্ধশ্বাস রাত কাটিয়েছে দলগুলো। রুদ্ধশ্বাস ম্যাচে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ চারে উঠেছে স্পেন। ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে কাঁদিয়েছে ফ্রান্স। ইতালির সঙ্গে ড্র করলেও প্রথম পর্বে জিতে সেমিফাইনালে পৌঁছেছে জার্মানি। আর ডেনমার্কের বিপক্ষে কথা রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও স্পেন—সবমিলিয়ে এই হলো নেশন্স লিগের চার দল। জুনের ৪ ও ৫ তারিখে বসবে শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াই। জার্মানির মিউনিখে পর্তুগাল লড়বে স্বাগতিক জার্মানদের বিপক্ষে। ৪ জুনের পরদিন স্টুগার্ডে স্পেন মোকাবেলা করবে ফ্রান্সের। জয়ী দুই দল মিউনিখে নামবে শিরোপার লক্ষ্যে, ফাইনাল বসবে ৮ জুন। ওইদিনই স্টুগার্ডে বসবে সেমিতে হেরে যাওয়া দুই দলের তৃতীয় স্থান নির্ধারণের লড়াই।
দুই সেমিফাইনাল শুরু হবে রাত ১২.৪৫ মিনিটে। ফাইনাল বসবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বসবে ১২.৪৫ মিনিটে। নেশন্স লিগে এখন বাকি সব ম্যাচই নক আউটের। অর্থাৎ, হারলেই গুটাতে হবে তল্পিতল্পা।
গতকাল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ডেনমার্ককে স্রেফ উড়িয়ে দিয়েছে রোনাল্ডোর পর্তুগাল। আগের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকা পর্তুগিজরা পেয়েছে ৫-২ গোলের জয়। ঘরের মাঠে ইতালিকে হতাশ করেছে জার্মানি। দাপুটে লড়াইয়ে ৩-৩ গোলে সমতা হলেও আগের লেগে জয় পাওয়ায় শেষ চার নিশ্চিত হয়েছে জার্মানির।
স্পেন-নেদারল্যান্ডের ম্যাচ এদিনও থামে সমতায়। ৩-৩ গোলে দ্বিতীয় লেগ থামার পর ফুটবলের নিষ্ঠুর মঞ্চ টাইব্রেকারে কপাল পোড়ে ডাচদের। একই দশা ক্রোয়েশিয়ারও। দুই গোলে পিছিয়ে থাকা ফ্রান্স গতকাল দেয় দুই গোল। ২-২ সমতা হওয়া ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ক্রোয়েটরা আর পারেননি।
ঊষার আলো-এসএ