ঊষার আলো রিপোর্ট :নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ চাপায় বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার ( ৬ সেপ্টম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাইমুড়ী- লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত বাদশা উপজেলার নরোত্তপুর ইউনিয়নের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাদশাহ। সোনাইমুড়ী – লাকসাম সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদশাহর মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঊষার আলো-এসএ