UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

pial
মে ২০, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নোয়াখালীতে ২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টা ধরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ, হাতিয়া, চাটখিল ও বেগমগঞ্জসহ চারটি উপজেলার সর্বমোট ১০ হাজার দুইশত ১১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নোয়াখালী সরকারী কলেজ, মহিলা কলেজ, জিলা স্কুল এবং বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে ২২ এপ্রিল ১ম ধাপের পরীক্ষায় নোয়াখালী সদর, কবিরহাট, সুবর্ণচর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার ১১ হাজার তিনশত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, জেলায় শূণ্য পদ রয়েছে ৪০০টি, নতুন পদ হবে প্রায় ৪৫০টি। সর্বমোট ৯৫০টি পদের বিপরীতে মোট ২১ হাজার পাঁচশত ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

(ঊষার আলো-এসএইস)