UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নো-বল বিতর্কে জরিমানা পন্থের, এক ম্যাচ নিষিদ্ধ সহকারী কোচ!

pial
এপ্রিল ২৩, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুক্রবার (২২ এপ্রিল) রাতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দিল্লি ক্যাপিটালসের। ২২২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মোট ৩৬ রান। রোভম্যান পাওয়েল রাজস্থানের বোলার ওবেদ ম্যাককয়কে প্রথম বলে ছক্কা হাঁকান, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান এবং এমনকি তৃতীয় বলেও।

তবে এখানেই দেখা দেয় আপত্তি। ছক্কা হলেও বলটি ছিল কোমরের উচ্চতায়। আম্পায়ার নিতিনি মেনন নো বল না দেওয়ায় ডাগআউট হতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত আপত্তি তোলেন। এমনকি ব্যাটসম্যানদের উঠেও আসতে বলেন। ম্যাচ শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে তিনি আম্পায়ারের সাথে কথা বলেন।

যদিও এ বিষয়টি ছিল দৃষ্টিকটু। আর সেটার জন্য খেসারতও দিতে হয়েছে তাকে। শনিবার (২৩ এপ্রিল) আইপিএলের ডিসিপ্লিনারি কমিটি পন্তকে তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করেছে। পন্তের আপত্তির সাথে শার্দুল ঠাকুরও আপত্তি তোলায় তারও ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও সহকারী কোচ প্রাভিন আমরেকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)