UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পল্লী চিকিৎসক নিখোঁজ

ঊষার আলো
জানুয়ারি ৯, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খেয়া পারাপার হতে গিয়ে বাল্কহেড ও নৌকার সংঘর্ষে অসীম আচার্য (৩২) নামের এক পল্লী চিকিৎসক নদীতে ডুবে নিখোঁজ রয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নবীনগর উপজেলার গোসাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ অসীমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

নিখোঁজ অসীম গোসাইপুর ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক।নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা করে তা অসীমকে উদ্ধার করতে পারেনি। সাময়িক স্থগিত রেখে রোববার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করবে দমকল বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি অসীম ও তার সঙ্গে নেপাল সরকার নামে আরও একজন মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে ছোট খেয়া চালিয়ে তিতাস নদী পাড় হচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসলে বড় একটি বাল্কহেডের সঙ্গে তাদের নৌকাটির সংঘর্ষ হয়। এতে নেপাল সরকার সাঁতার কেটে তীর উঠে আসতে পাড়লেও অসীমকে খুঁজে পাওয়া যায়নি। আপাতত এইটুকু জানতে পেরেছি।

এ বিষয়ে নিখোঁজ অসীমের বড় ভাই খোকন আচার্য বলেন, অসীম পেশায় পল্লী চিকিৎসক। উপজেলার ভৈরবনগরে তার ফার্মেসি রয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারে চেষ্টা চালিয়ে সাময়িক স্থগিত রেখেছে। তারা সকালে আবার উদ্ধার কাজ চালাবে বলে জানিয়েছে। এখন স্থানীয়দের সহায়তায় নদীতে মাছ ধরা জাল ফেলে আমরা উদ্ধারে নিজেরাই চেষ্টা করছি।