UsharAlo logo
রবিবার, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অবৈধ ট্রলিচাপায় প্রবাসী নিহত

usharalodesk
জানুয়ারি ১৯, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় অবৈধ ইটবোঝাই ট্রলিচাপায় রুবেল মোল্যা (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আলী আক্কাস মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাড়ীয়া গ্রামের শফি উল্লাহ ইটবোঝাই ট্রলি নিয়ে যাচ্ছিলেন। ট্রলিটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এসময় চালক রুবেল মোল্লা নিহত হন।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।