UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ব্যক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ উপহার

usharalodesk
মে ১২, ২০২১ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) দিনব্যাপী অসহায় পরিবারগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আশিষ ভট্টচার্যসহ দলীয় নেতাকর্মীরা। করোনার কঠিন সময়ে ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে-সেমাই, চিনি, শাড়ি ও একশত করে টাকা।
কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম বলেন, করোনার প্রাদুর্ভাবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।
এছাড়া কৃষকের বোরো ধানকর্তন, এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণসহ অসহায় মানুষকে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়েছি। আমার এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এমএনএস)