ঊষার আলো ডেস্ক : নড়াইলে ব্যাংক এশিয়ার এজেন্ট গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ব্যাংক এশিয়ার চাচুড়ি বাজারের এজেন্ট বাশার। প্রায় ২ হাজার গ্রাহকের ৩ মাসের বিদ্যুৎ বিলের ৫ লক্ষ টাকা আর জামানতের ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে এই এজেন্ট বাশার। ব্যাংকে আমানতের টাকা জমা হয়নি এই খবর পেয়ে গ্রাহকেরা হতাশ হয়ে ভীড় করছেন ব্যাংকে। ব্যাংক থেকে গোপনে কম্পিউটার সরানো এবং ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া পড়ায় ভবন মালিক ব্যাংকে তালা মেরে দেন।
ব্যাংক এশিয়া সুত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাচুড়ী শাখাটি ২০১৯ সালের জুন মাসে স্থাপন হয়। স্থানীয় চন্দ্রপুর গ্রামের খায়রুল বাশার এজেন্ট হিসেবে নিয়োগ পান। বর্তমানে শাখাটিতে ডিপিএস, মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব মিলে ১ হাজার ৩০০ গ্রাহক নিয়মিত লেনদেন করেন। এর মধ্যে বেশীরভাগই মেয়াদি আমানতের গ্রাহক। প্রতি মাসে ২ হাজারেরও বেশী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ব্যাংকটিতে পল্লী বিদ্যুৎতের বিল নেয়া শুরু হয়। আশেপাশের ৪ ইউনিয়নের প্রায় ২ হাজার গ্রাহক এখানে বিদ্যুৎ বিল জমা দেয়। মার্চ মাস থেকে বিদ্যুৎ বিলে বকেয়া আসতে থাকায় গ্রাহকেরা খোঁজ নিয়ে জানতে পারে জমাকৃত বিলের টাকা পল্লী বিদ্যুৎ অফিসে জমা হয়নি। এই অবস্থা পরবর্তী এপ্রিল ও মে মাসে চলতে থাকে। বিদ্যুৎ বিলের ঘাপলার কারনে ধীরে-ধীরে বের হতে থাকে অন্য জামানতের টাকার হিসাব।
ব্যাংকিং পদ্ধতির বাইরে নিজ উদ্যোগে গ্রাহককে এককালীন জামানতে মাসিক বেশী অর্থ প্রদানের লোভ দেখিয়ে কয়েকশ’ গ্রাহকের কাছ থেকে এককালীন জামানত নিয়ে ব্যাংকে জমা না দিয়ে নিজে হাতিয়ে নেন। এমনকি এজেন্ট অফিসে ১০ থেকে ১২ জন কর্মী নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে জনপ্রতি ২/৪ লক্ষ টাকা করে নিয়েছেন এজেন্ট কাম এমডি খায়রুল বাশার।
ডহর চাচুড়ী গ্রামের মৎসজীবি পিটু বিশ্বাস। মাছ ধরে ৩ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন বাড়ি বানানোর জন্য। লাখে মাসিক ৮’শ টাকা পাবেন এই আশায় স্ত্রী স্ত্রী লাকিয়া’র নামে ৩ লক্ষ টাকা জামানত রেখেছিলেন। মঙ্গলবার (৮ জুন) ব্যাংকে এসে জানতে পারেন তার নামে ব্যাংকের হিসাবে কোন টাকাই জমা হয়নি।
তিনি আরও বলেন, ঘরের জন্য কিছু টাকা জমাইছিলাম ভাবছিলাম আরও কিছু জমায়ে ঘরটা তুলতো এখন আমার ঘর তোলার স্বপ্নই নস্ট করে দিলো এই এজেন্ট বাশার।
চাচুড়ি গ্রামের কোহিনুর বেগম, আড়াই লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে দুই মাসে ইন্টারেস্ট পান। মে মাসে ইন্টারেস্টের টাকা নিতে এসে দেখেন ব্যাংকে তালা মারা, এজেন্ট হাওয়া। অসহায় কোহিনুর বলেন,ছেলের পাঠানো টাকা জমিয়ে অনেক কষ্টে টাকাগুলো জমা রেখেছিলাম এখন তো সবই হাওয়া। আমি কি আত্নহত্যা করবো নাকি?
মফিজুর রহমান ১৫ লক্ষ, পুরুলিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ ১২ লক্ষ, হাসান শেখের দেড় লক্ষসহ কয়েকশ’ গ্রাহকের দুই কোটি জামানতের টাকার কোন হদিস নাই।
ব্যাংক শুরুর পরে কর্মীদের চাকরি দেবার নাম করে ২ থেকে ৪ লক্ষ টাকা করে নেয়, নিজস্ব কায়দায় মাসিক লাভের কথা বলে হাতিয়ে নেয়া টাকার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছে কর্মীরা। এর মধ্যে ফারজানার কাছ থেকে ২ লক্ষ,ফজিলার কাজ থেকে ২ লাখ, লাকি খানম আর অনিক নামের হিসাবে কাজ করা দুই কর্মীর কাছ থেকে ৪ লাখ টাকা নেয় খায়রুল। এসব কর্মীরা এখন রাগে ক্ষোভে ফুসলেও বাইরের গ্রাহকের গালি শুনছেন।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষের দাবি, ব্যাংকের ভুয়া ভাউচার ছাপিয়ে সেই ভাউচারে গ্রাহকের টাকা হাতিতে নিয়েছে এজেন্ট বাশার।
ব্যাংকের নড়াইল জেলা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, ব্যাংকের প্রকৃত ভাউচারে টাকা গ্রহন করলে গ্রাহক তা ফেরত পাবে। মূলত: এজেন্ট ব্যাংকে টাকা জমা হবার পরে রশীদ প্রিন্ট হয়ে বের হয়, এখানে অধিকাংশই ভাউচারই নকল।
ঢাকা থেকে আসা ব্যাংক এশিয়ার অডিটর আব্দুল্লাহ বাকী বলেন, আমরা গ্রাহকের অভিযোগ সংগ্রহ করছি, এখানে এজেন্ট যে ধরনের জালিয়াতি করেছে তার বিরুদ্ধে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।
ব্যাংক এশিয়ার রিলেশানশীপ কর্মকর্তা লিকু আহম্মেদ জানান, এজেন্ট বিদ্যুৎ বিলের টাকা জমা নিয়ে রশিদ দিলেও সে টাকা ব্যা্ংকে জমা করেনি। বুধবার পর্যন্ত এজেন্ট কর্তৃপক্ষ ৩২ লাখ টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছি। এজেন্ট শাখাটিতে নিরীক্ষা কাজ চলছে।
সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন,পুলিশ চাচুড়ী বাজারের এজেন্ট ব্যাংকিং বিষয়ে খোজ নিচ্ছে। এলাকার মানুষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পল্লীবিদ্যুৎ সমিতি কালিয়া’র ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস বলেন, এলাকার প্রায় ২ হাজার গ্রাহক সেখানে বিদ্যুৎ বিল পরিশোধ করেন। মার্চ থেকে মে পর্যন্ত ওইসব গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৫ লক্ষাধিক টাকা গ্রহন করলেও এজেন্ট সে টাকা জমা না দেয়ায় গ্রাহকদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)