ঊষার আলো ডেস্ক : জেলা শহরে টেউটিনের চাপায় নুরুল ইসলাম নুরু (৩৪) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরের দিকে জেলা শহরের রাজনগড় এলাকায় আব্দুল হান্নান শেখের টিন গোডাউনে এ ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার তুলারডাংগা এলাকায়। সে ওই এলাকার মৃত সেরাজুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, গোডাউন থেকে ঢেউটিন স্থানান্তর করার সময় হঠাৎ করে একটি টিনের খামাল (স্তুপ) নুরুল ইসলামের উপর পড়ে যায়। এসময় অন্য ভ্যান চালকরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করে। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি নিহত হওয়ায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমেদ টিনের চাপায় এক ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঊষার আলো-এমএনএস)