UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ

usharalodesk
জানুয়ারি ২০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: পদত্যাগ করলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয় বিষয়টি।

গত বছরের জুলাইয়ে আইএমসির প্রধান হিসেবে নিয়োগ পান জাকা আশরাফ। কমিটিকে চার মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও ৩ মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক।

তবে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর আইএমসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। আশরাফের অধীনে পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়। টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ঊষার আলো-এসএ