UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী

usharalodesk
মার্চ ২৪, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করলেন।বুধবার (২৩ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা তিনি। সম্পর্ক ছিন্নের পাশাপাশি তিনি রাশিয়াও ছেড়েছেন।তবে তিনি এখন কোন দেশে আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, নব্বই দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে চুবাইস রাশিয়ায় বিতর্কিত ছিলেন। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন তিনি।সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন চুবাইস।

ঊষার আলো-এসএ