UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

pial
মে ৯, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সঙ্কট ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে প্রধানমন্ত্রী রাজা পাকসে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তার আগে শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম কলম্বো পেজ-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসেকে সরে যেতে অনুরোধ করেন। আর তার অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপাকসে। কাজে তার পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে।

কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে।

(ঊষার আলো-এফএসপি)