UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার পেটে জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভাঙনে এবার পদ্মার পেটে চলে গেল জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়ায় টাওয়ারটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে নদীগর্ভে তলিয়ে যায়।

তবে, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই লাইন বাইপাস করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, টাওয়ারটি পদ্মায় বিলীন হলেও বাইপাস রাখায় বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না।

তিনি বলেন, এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন বিকল্প হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে আরও ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। মিরপুর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে।

গত কয়েক বছর ধরে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার কয়েকশ’ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বসতঘর, কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয়।