UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সাথে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম জানান, ‘সেতু পার হয়ে যাওয়াকালে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। কিন্তু ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সাথে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। তবে সেতুর স্প্যানের কিছুই হয়নি। আর ফেরিও ঘাটে চলে গছে।’

মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে ৪ বার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। যার মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। সেসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

(ঊষার আলো-আরএম)