UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার করলো গাড়ি

pial
জুন ১৮, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। এই উপলক্ষে শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে সেতু বিভাগের কিছু গাড়ি। গাড়িগুলো পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের।

প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে পদ্মা বহুমুখী প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

তিনি আরো বলেন, বিকালের দিকে প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে এবং সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি না, সেটা পরীক্ষা করে দেখা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ির মাধ্যমে ১ম বার টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১ম গাড়িটি ১,২০০ টাকা টোল দিয়ে পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষার জন্যই পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশবাসীর প্রিয় পদ্মা সেতু শুভ উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকে জনগণের জন্য টোল দিয়ে পদ্মা সেতু পার হওয়া শুরু হবে।

(ঊষার আলো-এসএইস)