UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনি-হেলেনাসহ ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্নজনের নামে থাকা ১৫টি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলাসংশ্লিষ্ট রাসায়নিক এবং ফরেনসিক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে ১ থেকে দেড় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়া শুরু হবে। মঙ্গলবার (২৪ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সিআইডির প্রধান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আসামিদের অপরাধলব্ধ আয় আছে কি না, সেটিও যাচাই–বাছাই করা হচ্ছে। বেশ কয়েকজন আসামির আর্থিক হিসাব জানার জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট চিঠি দেওয়া হয়েছে।

সিআইডির প্রধান বলেন, মামলার তদন্তের স্বার্থেই পরীমনিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তার দেওয়া তথ্যে বেশ কিছু অসংগতি পাওয়া গিয়েছিল। এসব তথ্য যাচাই–বাছাইয়ের জন্য পরীমনিকে বার বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

(ঊষার আলো-আরএম)