UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাতক দুই জেএমবি সদস্যকে ধরতে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

pial
নভেম্বর ২০, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাগৃতী প্রকাশনার সত্বাধিকারী দীপন হত্যা মামলার পলাতক আসামি জেএমবি সদস্য মঈনুল এবং আবু সিদ্দিককে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে ওই দুই জেএমবি সদস্য ঢাকার আদালতের সামনে থেকে পালিয়ে যান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পলাতক জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ধরতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
জানা যায়, সকালে দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। আর হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। সে সময় জেএমবির দুই সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। আর এই ফাঁকে জেএমবির ওই দুই সদস্য পালিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, আদালতে পুলিশ হেফাজত থেকে জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা রয়েছেন।

জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেল ও স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

(ঊষার আলো-এফএসপি)