UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর রায়পুরায় মো. আব্দুল্লাহ (৪৯) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) ভোরে নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা দেখছিল পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব।

তখন মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ বাড়িতে ফিরে যায়।

রাত পৌনে ১০টার দিকে আনোয়ারসহ ১০ থেকে ১৫ জন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়। তখন তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন আব্দুল্লাহ। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।