UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ফের ফিলিস্তিনি যুবক নিহত

pial
এপ্রিল ৩০, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার (২৯ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা বলা হয়েছে। খবর হারেৎজ ও সিজিটিএন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আজুন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানকালে ২৭ বছরের একজন ফিলিস্তিনি গুলিতে নিহত হন।

এর আগে, দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার রমজান মাসের শেষ জুমার দিন (জুমাতুল বিদা) ইসরায়েল এ অভিযান চালায় বলে জানিয়েছে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় রেড ক্রিসেন্ট জানায়, অধিকাংশ আহতই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন।
আর আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নিতে হয়েছে।

ইসরায়েল পুলিশের দাবি যে, মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা পাথর ও আগুন জাতীয় জিনিস ছোড়ার পরই ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশ করে।

(ঊষার আলো-এফএসপি)