UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম তীরে চাস হাজার নতুন বসতি স্থাপন করতে চায় ইসরায়েল

pial
মে ৭, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরো ৪ হাজার বসতি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (৬ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী টুইটারে এ বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেট শেকদ তার টুইটারে লেখেন, আগামী সপ্তাহে চার হাজার বাড়ির অনুমোদনের জন্য একটি পরিকল্পনা কমিটি ডাকা হবে।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্র জানায়, বেসামরিক প্রশাসন ও একটি সামরিক সংস্থা এক হাজার ৪৫২টি বাড়ি নির্মাণের বিষয়ে বৈঠক করবে। এছাড়াও বাকি দুই হাজার ৫৩৬টি বসতি স্থাপনের অনুমতি দেবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ।

অন্যদিকে দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলকে গত সপ্তাহে বারবার স্পষ্ট করেছে পশ্চিম তীরে যেকোনো বসতি সম্প্রসারণ কার্যকলাপে তারা তীব্র বিরোধিতা করবে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করে দেশটি।

সূত্র: আল-জাজিরা

(ঊষার আলো-এফএসপি)