UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ শতাধিক পরিবারের চলাচলের ভরসা বাঁশের সাঁকো

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েকদিনের ভারী বৃষ্টি ,পাহাড়ী ঢল ও জোয়ারের পানিতে  রাউজানের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে    রাউজানের বিভিন্ন সড়কগুলো।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে এখনো নিমজ্জিত আছে উপজেলার নিন্মাঞ্চল গুলো। ৫ নং ওয়ার্ডের মগদাই ডাঃ রাজা মিয়া সার্বজনীন সড়কে গিয়ে দেখা যায়,বেশ কিছু স্থানে বিটুমিন ও কংক্রিটের স্থর তলিয়ে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তলিয়ে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে, ফলে এলাকার ৫ শতাধিক পরিবারের মধ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বন্যার পানি সড়কের হাঁটু পরিমান উপর দিয়ে গড়িয়ে পড়ার কারণে সড়কটির মাইজপাড়া কাশেম আলী সওদাগর বাড়ি সন্মুখস্থ স্থানে ৪০ ফুটের মতো সড়ক সম্পূর্ণ পানির স্রোতে তলিয়ে গেছে।

এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে বেশ কয়েকজন যুবক স্বেচ্ছাশ্রমে সড়কের বিধ্বস্ত অংশের উপর ২০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মান করে। বর্তমানে পাঁচ শতাধিক পরিবারের চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকোটি।