UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় এবার বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তরা ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সলুয়াস্থ বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল জাতীয় দ্রব্য দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে।

পাহারারত লোকজন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বিদ্যুৎ কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার বলেন।

পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা বলেন, উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়াস্থ পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করার মাধ্যমে নাশকতার চেষ্টা করে। এ সময় আমাদের দুইজন লোক দায়িত্বরত থাকায় উপকেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানার পর সার্কেল ও থানা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি ওবাইদুর রহমান জানান।