UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

usharalodesk
জুন ৫, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ জুন) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্য ও স্লোগানের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।