UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

usharalodesk
জুন ৬, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৪ জুন রোববার থেকে ৬ জুন মঙ্গলবার পর্যন্ত উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৩০ জন করে ৩ ব্যাচে ৯০ জন কৃষককে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি সহ ফসলের বৈচিত্রায়নের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে সংশ্লিষ্ট কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক পিপি এসএম মিজান মাহমুদ, মনিটরিং অফিসার ধীমান মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও এনামুল হক। ৩ দিনে কৃষকদের পলি-মালচের মাধ্যমে উচ্চ মূল্যের সবজি চাষ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, লবণাক্ততা সহনশীল নিরাপদ সবজি চাষ, অগভীর রিজ এবং ফারো পদ্ধতিতে সবজি চাষ, আইলে লতানো সবজি চাষ, ঘেরের পাড়ে নিরাপদ সবজি চাষ, কেচোঁ সারের ব্যবহার ও উৎপাদন, অমৌসুমে তরমুজ ও কলা চাষ, পতিত জমিতে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ, ফল বাগান ব্যবস্থাপনা, চুইঝাল, আদা, হলুদের আন্তঃ ফসল চাষ, লবণ সহিষ্ণ জাতের ধান চাষ ও পেঁপের সাথে আদা ও হলুদের মিশ্র চাষ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।