UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগনেতা নির্মল চন্দ্র অধিকারী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, রহিমা আক্তার শম্পা, শহিদুল ইসলাম, শিক্ষক দিপক কুমার মন্ডল, শেখ সোহেল উদ্দীন, মোজাফফর হোসেন, ইউপি সদস্য জাহানারা খাতুন, প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ।
আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।