UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছার অপহৃত শিশু একমাস পর উদ্ধার: মা ও প্রেমিক আটক

koushikkln
মার্চ ৩০, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ ৫ বছরের অপহৃত শিশু নূর হোসেন কাগুজীকে উদ্ধার এবং মা লিপি রহমান (৩০) ও প্রেমিক রাজু তরফদার (২২) কে আটক করেছে। ওসি এজাজ শফীর নির্দেশনায় এসআই এসএম মুনতাসির মাহমুদ ও এসআই নাসির উদ্দীন রোববার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে তাদের আটক করে।
ওসি এজাজ শফী জানান, উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের দুবাই প্রবাসী ছাকিউর জামান বাবলু প্রবাসে থাকাকালীন সময়ে তার স্ত্রী লিপি রহমান পাশ্ববর্তী দেলোয়ার তরফদারের ছেলে রাজু তরফদারের সাথে সম্পর্ক গড়ে তোলে। ছাকিউর দুবাই থেকে দেশে ফিরছে এমন খবর জানতে পেরে স্ত্রী লিপি রহমান গত ২০ ফেব্রুয়ারি কয়েক লক্ষ টাকা, স্বর্ণাংলকার ও শিশু পুত্র নূর হোসেনকে অপহরণ করে কাউকে না জানিয়ে প্রেমিক রাজু তরফদারের সাথে পালিয়ে যায়। পরে ছাকিউর দেশে ফিরে এসে এ ঘটনায় স্ত্রী লিপি ও প্রেমিক রাজুকে আসামী করে পাইকগাছা থানায় অপহরণ মামলা করে। যার নং-১৩, তাং- ১০/০৩/২০২১ ইং। অপহরণের প্রায় ১ মাস ১০ দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান নির্ণয় করে থানা পুলিশ বাগেরহাটের রামপাল এলাকা থেকে ভিকটিম শিশুকে উদ্ধার, মা লিপি রহমান ও তার প্রেমিক রাজু তরফদারকে আটক করে। ভিকটিম শিশু নূরকে ঘরে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন করতো আদালতে এমন জবানবন্দি দিয়েছে বলে ওসি জানিয়েছেন।