পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ১৭ মার্চ বুধবার সময় তখন সকাল ১০টা পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের সবাই তখন বঙ্গবন্ধুর জন্মবাষিকীর অনুষ্টান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবে মাত্র শ্রদ্ধা জানানোর পর্ব শেষ হয়েছে। ঘন্টা খানেক পরে শুরু হবে আলোচনা সভা। এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে খবর এলো পৌর সদরের পাশে কপোতাক্ষ নদের আলোক দ্বীপ এলকায় কতিপয় বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। খবরটি শুনে বিপাকে পড়ে গেলেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। কারন এদিন বঙ্গবন্ধু জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের সরকারি সম্পদ রক্ষা করাও নৈতিক দায়িত্ব। শেষমেষ তড়ি ঘড়ি করে ঘটনা স্থলে ছুটে যান ইউএনও খালিদ হোসেন। ঘটনা স্থলে যাওয়ার পর দেখেন নদের মাঝ থেকে এমবি হাসিফ নামে একটি ড্রেজার বোট অবাধে বালু উত্তোলন করছে। এসময় নদীতে ভাটা থাকায় ড্রেজার মেশিনের কাছে পৌছানো কঠিন হয়ে পড়ে। দুর থেকে একটি ছোট আকারের ডিঙী নৌকা এনে নদীর চরের পলি কাদা ভেঁঙ্গে ডিঙী নৌকা চড়ে ড্রেজার মেশিনে পৌছান। এসময় চরের কোথাও কোথাও অনেকটাই নরম পলিতে ডেবেযান ইউএনও। এসময় ড্রেজার মেশিনের ম্যানেজার উপজেলার রাড়–লী গ্রামের সোবহান গাজীর ছেলে শফিকুল গাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ম্যানেজার শফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক। একজন ইউএনওকে এভাবে পলি কাদা ভেঙ্গে অভিযান চালিয়ে সরকারি সম্পদ রক্ষা করায় ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।