UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় একই পরিবারের ৪ জনকে অচেতন করে লাখ টাকা চুরি

koushikkln
মার্চ ২১, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় গভীর রাতে একই পরিবারের ৪ জনকে অচেতন করে লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন ও অচেতন ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উত্তর খড়িয়া গ্রামের মৃত ভরত মন্ডলের ছেলে বিমল মন্ডল (৬৫) বৃহস্পতিবার (১৮ মার্চ) জমির হারির টাকা এনে বাড়ীতে রাখে। এদিন রাত ২টার দিকে কে বা কারা বাড়ীতে ঢুকে বিমল মন্ডল, ছেলে সুশান্ত মন্ডল (৪০), সুশান্তের স্ত্রী সুমতি মন্ডল (২৭) ও ছেলে রুদ্র মন্ডল (১০) কে চেতনা নাশক দিয়ে অচেতন করে বাড়ীতে রাখা লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অচেতন ব্যক্তিদের চিকিৎসার সু-ব্যবস্থা করেন। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।