UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ১০ 

koushikkln
আগস্ট ৩১, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আইনী ব্যবস্থাগ্রহণ সহ জন সচেতনতায় নানামূখী পদক্ষেপ নিলেও রোধ করা যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশ করা। প্রশাসন সহ কর্তৃপক্ষের অগচরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও চিংড়ি সরবরাহকারীরা অপদ্রব্য পুশ করা অব্যাহত রেখেছে।

এদিকে অপদ্রব্য পুশ রোধে গত দু’দিন মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সব অভিযানে পুশ করা কালীন হাতেনাতে আটক করা হয়েছে ১০ ব্যক্তিকে। আটক ব্যক্তিদের জরিমানা করা হয়েছে প্রায় লাখ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান সোমবার (২৯ আগস্ট) ও মঙ্গলবার (৩০ আগস্ট) এ সব অভিযান পরিচালনা করেন। অভিযানে কপিলমুনির কাশিমনগরের রবিউল ইসলামকে ২০ হাজার, নাছিরপুর পালপাড়ার জয়দেব কুমার মজুমদারকে ২৫ হাজার, শামুকপোতা বাজারের সত্যেনন্দ মন্ডলকে ২০ হাজার ও অপর ৭ ব্যক্তিকে ৩০ হাজার টাকা সহ ১০ ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, মেরিন ফিশারীজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।