UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ঝুঁকিপূর্ণ নদীভাঙ্গন এলাকা পরিদর্শনে এমপি বাবু

usharalodesk
মে ২৫, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের খুদখালীতে ঝুঁকিপূর্ণ নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি মঙ্গলবার (২৫ মে) বিকালে এসব ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, মাহবুবুর রহমান নয়ন ও মাজহারুল ইসলাম মিঠুন প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)